Last Updated: Tuesday, November 27, 2012, 19:05
সেই কোন ছোটবেলা থেকে অভিনয় করছেন। প্রায় আশির ওপর ছবিতে অভিনয় করে ফেলেছেন। তবে ভূতের চরিত্রে অভিনয় এই প্রথম। তাও আবার হাবি জাবি পেত্নী নয়। এই ভূত চোখ বাগিয়ে নায়িকার কাঁধে চেপে ঘাড় তো মটকাতে আসেই না, বরং সারা ছবি জুড়েই তাঁকে সুবুদ্ধি দিয়ে চালনা করে।