Last Updated: Wednesday, November 7, 2012, 21:06
এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে বৃহস্পতিবার শহর ছাড়ছে ইস্টবেঙ্গল। আই লিগে ডেম্পোর বিরুদ্ধে দাপট দেখিয়েও জিততে পারেনি লাল-হলুদ শিবির। মঙ্গলবার ঘরোয়া লিগের ম্যাচেও আটকে যেতে হয়েছে মরগ্যানের দলকে। তবে জোড়া ড্রয়ের পরেও বিচলিত নন লাল-হলুদ কোচ। মরগ্যানের স্পষ্ট বক্তব্য এয়ার ইন্ডিয়াকে হারাতে পারলেই তাদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে এগারো। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পঁচিশ ম্যাচ পর পয়েন্ট হবে পঞ্চান্ন। যা লিগের খেতাব এনে দিতে পারে।