Last Updated: Saturday, November 10, 2012, 21:29
নজিরবিহীন সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গের জন্য পৈলান অ্যারোজের দশ ফুটবলারকে জরিমানা করল এআইএফএফ। চলতি আই লিগে আর্থার পাপাসের তত্ত্বাবধানে দুরন্ত ফুটবল খেলেছ ফেডারেশনের এই দলটি। কিন্তু কয়েকদিন ধরেই অ্যারোজের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। অনুশীলনে সঠিক সময়ে না আসা,রাতে হোস্টেলে না থাকার মত অভিযোগ উঠছিল অলউইন জর্জদের বিরুদ্ধে।