Last Updated: November 10, 2012 21:29

নজিরবিহীন সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গের জন্য পৈলান অ্যারোজের দশ ফুটবলারকে জরিমানা করল এআইএফএফ। চলতি আই লিগে আর্থার পাপাসের তত্ত্বাবধানে দুরন্ত ফুটবল খেলেছ ফেডারেশনের এই দলটি। কিন্তু কয়েকদিন ধরেই অ্যারোজের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। অনুশীলনে সঠিক সময়ে না আসা,রাতে হোস্টেলে না থাকার মত অভিযোগ উঠছিল অলউইন জর্জদের বিরুদ্ধে।
কোচ আর্থার পাপাসের সঙ্গে কথা বলেই শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। জাতীয় দলে খেলা অল উইন জর্জ,শিল্টন ডি সিলভা,জয়ব্রত ধর,আকাশদীপ সিংসহ দশ ফুটবলারকে জরিমানা করা হয়েছে। ফেডারেশন কর্তাদের স্পষ্ট মত,এরা ভারতীয় ফুটবলের ভবিষ্যত। তাই কোনও ধরণের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করা হবে না।
First Published: Saturday, November 10, 2012, 21:29