Last Updated: Monday, December 9, 2013, 17:44
অরুণাভ ঘোষের বিরুদ্ধে মানহানি মামলায় পিছু হঠল তৃণমূল কংগ্রেস। মানহানির মামলা প্রত্যাহারের জন্য আলিপুর আদালতে আবেদন করা হয়েছে। আজ হাইকোর্টে হলফনামা দিয়ে সেকথা জানিয়েছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। এই মামলাতেই বিচারককে চাপ দিয়ে অরুণাভ ঘোষের বিরুদ্ধে নির্দেশ আদায়ের অভিযোগ উঠেছিল বৈশ্বানরসহ তৃণমূলপন্থী কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।আইন অনুসারে নয়। রায় দিতে হবে নিজেদের পক্ষে। তাই বিচারককে হুমকি ও চাপ দিয়ে রায় নিজেদের পক্ষে নেওয়ার অভিযোগ ওঠে আলিপুর আদালতের কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।