Last Updated: Saturday, July 20, 2013, 21:00
দ্বিতীয় দিনেই ইঙ্গিতটা ছিল, তৃতীয় দিনে সেটা আরও পরিষ্কার হল। ক্রিকেটের মক্কায় অস্ট্রেলিয়ার মাথা হেঁট হওয়া হারের মঞ্চ প্রস্তুত হয়ে গেল। ১২৮ রানে অল আউট হওয়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ধস নামালেও কাজের কাজ কিছুই হল না। জো রুটের দুরন্ত শতরানে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাহাড় প্রমাণ লিড নিয়ে নিল ইংল্যান্ড। অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে এখন শুধু একটাই প্রশ্ন।