Last Updated: Thursday, August 23, 2012, 18:40
অলিম্পিক শেষ। এবার আর এক মেগা ইভেন্টের জন্য প্রস্তুত হচ্ছে লন্ডনের অলিম্পিক পার্ক। প্যারা অলিম্পিকের জন্য নতুন করে সাজছে অলিম্পিক পার্ক। ২০১২ অলিম্পিকের রিং সরিয়ে প্যারাঅলিম্পিকের লোগো অ্যাজিটোসকে লাগানো হয়েছে পার্ক জুড়ে। অথচ প্রচারের আলো থেকে অনেকটাই দূরে এই প্যারা অলিম্পিক।