Last Updated: Sunday, January 19, 2014, 12:48
অস্ট্রেলিয়ান ওপেনে মহা ইন্দ্রপতন। মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন হট ফেভারিট সেরেনা উইলিয়ামস। শীর্ষ বাছাই সেরেনাকে হারিয়ে চমকে দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর আনা ইভানোভিচ। তিন সেটের লড়াইয়ে সার্বিয়ার ইভানভোচি জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৩।