পুরনো শত্রুর গোপন অস্ত্রেই ঘায়েল ঘাতক সেরেনা

পুরনো শত্রুর গোপন অস্ত্রেই ঘায়েল ঘাতক সেরেনা

পুরনো শত্রুর গোপন অস্ত্রেই ঘায়েল ঘাতক সেরেনাঅস্ট্রেলিয়ান ওপেনে মহা ইন্দ্রপতন। মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন হট ফেভারিট সেরেনা উইলিয়ামস। শীর্ষ বাছাই সেরেনাকে হারিয়ে চমকে দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর আনা ইভানোভিচ। তিন সেটের লড়াইয়ে সার্বিয়ার ইভানভোচি জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৩।

প্রথম সেটের পরেও বোঝা যায়নি মেলবোর্নে এত বড় একটা অঘটন অপেক্ষা করেছে। কিন্তু দ্বিতীয়, তৃতীয় সেটে গোপন অস্ত্র প্রয়োগ করলেন সার্বিয়ার টেনিস সুন্দরী। ২০০৮ এই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট আনা কোর্টের একেবারে কোনায় ঠেলে দিয়ে একটা সময় সেরেনাকে খুব বিপদে ফেলতেন। সেটাই করলেন এদিন।
পুরনো শত্রুর গোপন অস্ত্রেই ঘায়েল ঘাতক সেরেনা
পুরনো শত্রুর সেই গোপন অস্ত্রেই ঘায়েল হয়ে গেলেন সেরেনা। সেই সঙ্গে ২০১০ শেষবার চ্যাম্পিয়ন হওয়া সেরেনার এবারও অসি ওপেন জেতা হল না। তবে এদিনের হারের পরেও সেরেনার রেকর্ড চমকপ্রদ দেখাচ্ছে। শেষ ৮০ টি ম্যাচের মধ্যে ৭৭টি জিতেছেন সেরেনা। তবে অসি ওপেনে রেকর্ড ৬১টি ম্যাচ জেতার পর এবার আর এগোনো হল না সেরেনার।

First Published: Sunday, January 19, 2014, 12:49


comments powered by Disqus