Last Updated: Thursday, March 20, 2014, 10:23
অটোচালকের দৌরাত্ম্য উঠেছে পারদে। পরিবহণমন্ত্রীর হুঁশিয়ারির তোয়াক্কা না করে দিনের পর দিন বাড়ছে অটোচালকের চোখরাঙানি। নাজেহাল নিত্যযাত্রীরা। এবার ভাড়া নিয়ে বচসার জেরে এক সত্তর বছরের বৃদ্ধের জামার কলার ধরে ঘুঁষি মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বান্টি ব্রিজে, টালিগঞ্জ-গড়িয়া রুটে।