Last Updated: March 20, 2014 10:23

অটোচালকের দৌরাত্ম্য উঠেছে পারদে। পরিবহণমন্ত্রীর হুঁশিয়ারির তোয়াক্কা না করে দিনের পর দিন বাড়ছে অটোচালকের চোখরাঙানি। নাজেহাল নিত্যযাত্রীরা। এবার ভাড়া নিয়ে বচসার জেরে এক সত্তর বছরের বৃদ্ধের জামার কলার ধরে ঘুঁষি মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বান্টি ব্রিজে, টালিগঞ্জ-গড়িয়া রুটে।
বুধবার সন্ধে সাড়ে ছটা। স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যাবেন বলে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে অটোয় উঠেছিলেন বাঁশদ্রোণীর পোস্টাল পার্কের বাসিন্দা মৃত্যুঞ্জয় ঘোষ। গন্তব্য বান্টি ব্রিজ স্টপেজ। গন্তব্যে নেমে ছ`টাকা হিসেবে দুজনের বারো টাকা ভাড়া দেন মৃত্যুঞ্জয়বাবু। অভিযোগ, অটোচালক সাধন সাউ চোদ্দ টাকা ভাড়া দাবি করে। ব্যাপার দেখে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর যায় নেতাজি নগর থানায়। গ্রেফতার করা হয় অটোচালক সাধন সাউকে। বাজেয়াপ্ত করা হয় অটোটিও। পথে নেমে পরিবহণমন্ত্রীর টহল, লাইসেন্স বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি কিংবা কর্মশালা-কোনওকিছুই যে অটোচালকদের বেপরোয়া মনোভাবে লাগাম পরাতে পারছে না, বাঁশদ্রোণীর ঘটনাতেই তা স্পষ্ট।
First Published: Thursday, March 20, 2014, 18:24