Last Updated: Tuesday, November 6, 2012, 21:37
ক্রিকেটীয় জীবনের মাইলস্টোন স্পর্শ করতে মাত্র দুটি হার্ডলস বাকি হরভজনের। একশো টেস্টকে ছুঁতে আর মাত্র ২ টি
টেস্ট দূরে দাঁড়িয়ে ভাজ্জি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দীর্ঘ একবছর পর আবার দলে হরভজন। আবার করে
দলে ফেরার সঙ্গে কেরিয়ারে নয়া কীর্তির সামনে দাঁড়িয়ে তাই উত্তেজিত এই অফস্পিনার।