Last Updated: November 6, 2012 21:37

ক্রিকেটীয় জীবনের মাইলস্টোন স্পর্শ করতে মাত্র দুটি হার্ডলস বাকি হরভজনের। একশো টেস্টকে ছুঁতে আর মাত্র ২ টি টেস্ট দূরে দাঁড়িয়ে ভাজ্জি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দীর্ঘ একবছর পর আবার দলে হরভজন। আবার করে দলে ফেরার সঙ্গে কেরিয়ারে নয়া কীর্তির সামনে দাঁড়িয়ে তাই উত্তেজিত এই অফস্পিনার।
হরভজনের দাবি, একশোতম টেস্টের কীর্তির সামনে দাঁড়িয়ে থাকাটাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলার জন্য তাঁকে অনুপ্রাণিত করছে। কপিলদেব,কুম্বলের পর হরভজনই ভারতীয় বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। প্রসঙ্গত,দলে সুযোগ পাওয়ার দিনই রঞ্জিতে তিনটি উইকেট পেয়েছেন হরভজন। তাঁর সুবাদেই হায়দারাবাদের বিরুদ্ধে ইনিংসে জয় পেয়েছে পাঞ্জাব।
First Published: Tuesday, November 6, 2012, 21:40