Last Updated: Wednesday, March 12, 2014, 20:58
আমেরিকায় বিস্ফোরণ। বিস্ফোরণ নিউ ইয়র্কে । বিস্ফোরণে ভেঙে পড়েছে দুটি বহুতল। মৃত্যু হয়েছে একজনের। আহতের সংখ্যা ১৬ থেকে ২০ জন বলে জানা গেছে। ম্যানহাটানের ইস্ট হার্লেম এলাকায়, ওয়ান হান্ড্রেড সিক্সটিনথ স্ট্রিট এবং পার্ক অ্যাভিনিউয়ের কাছে ওই বহুতল থেকে আগুন ও ধোঁয়া বেরোনোর ছবি ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী এবং বম্ব স্কোয়াড।