Last Updated: March 12, 2014 20:58
আমেরিকায় বিস্ফোরণ। বিস্ফোরণ নিউ ইয়র্কে । বিস্ফোরণে ভেঙে পড়েছে দুটি বহুতল। মৃত্যু হয়েছে একজনের। আহতের সংখ্যা ১৬ থেকে ২০ জন বলে জানা গেছে। ম্যানহাটানের ইস্ট হার্লেম এলাকায়, ওয়ান হান্ড্রেড সিক্সটিনথ স্ট্রিট এবং পার্ক অ্যাভিনিউয়ের কাছে ওই বহুতল থেকে আগুন ও ধোঁয়া বেরোনোর ছবি ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী এবং বম্ব স্কোয়াড।
বহুতলের কাছেই রয়েছে রেল লাইন। লাইনের ওফর ধ্বংস হওয়া বহুতলের অংশ ছিটকে পড়ায় গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা। প্রবল বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়ি ও দোকানের জিনিসপত্র মাটিতে পড়ে যায়। বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বহুতলের ধ্বংসাবশেষ। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের বহু এলাকা।
First Published: Wednesday, March 12, 2014, 20:59