bypoll in bengal - Latest News on bypoll in bengal| Breaking News in Bengali on 24ghanta.com
`অক্সিজেনের` উপনির্বাচনে অস্বস্তি উপহার পেল তৃণমূল

`অক্সিজেনের` উপনির্বাচনে অস্বস্তি উপহার পেল তৃণমূল

Last Updated: Thursday, February 28, 2013, 19:16

তিনটির মধ্যে দুটিতেই তিন নম্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাঁদের মধ্যে একজন আবার রাজ্যের মন্ত্রী। শাসক দলের কাছে আজকের দিনটা মোটেই সুখের হল না। মহানগরের পুলিস কর্মী খুনে শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীদের জড়িয়ে পড়া, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, ভাঙর থেকে সিঙ্গুরে অরাজকতা, প্রকাশ্যে দলীয় নেতাদের কোন্দল, সমাজের বিভিন্ন স্তর থেকে স্বেচ্ছাচারের অভিযোগে জর্জরিত, ক্রমশ কোণঠাসা তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ছিল তিন কেন্দ্রের উপনির্বাচন। তিন কেন্দ্রে জয় পেয়ে তৃণমূল প্রমাণ করতে চেয়েছিল রাজ্যে সাম্প্রতিক ঘটনার কোনও প্রভাবই রাজ্যের ভোটারদের মনে পড়েনি। এমনকি পঞ্চায়েত ভোটের ঠিক আগে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর জন্যও উপনির্বাচনেকে কাজে লাগাতে চেয়েছিল তৃণমূল। কিন্তু দিনের শেষে সরকারের ভাঁড়ে যথার্থই মা ভবানী।