Last Updated: Tuesday, August 13, 2013, 23:44
চুমুর দৌড় কতদূর? চুমুর আহ্লাদে ভালবাসা তরতর করে এগোয় জানা ছিল। কিন্তু ব্যবসা? চুমুর জেরে ব্যবসাও যে ফুলে ফেঁপে উঠতে পারে তার প্রমাণ মিলল সিডনির একটি ফরাসী ক্যাফেতে। চলতি বছরের জুন মাসে নতুন খোলা এই কফি শপ ক্রেতাদের জন্য নিয়ে এসেছিল অভিনব এক অফার। ক্যাফেতে এসে সঙ্গী অথবা সঙ্গিনীর ঠোঁটে ঠোঁট রেখে প্রকাশ্যে চুমু খেতে পারলেই জুটে যাবে এক কাপ ফ্রি কফি।