Last Updated: Saturday, August 4, 2012, 17:11
বলিউডে পা রেখেছেন প্রায় নয় বছর আগে। দীর্ঘদিন ধরে ঘষে মেজে, কঠিন প্রতিযোগিতায় লড়াই করে `টিনসেল-টাউনে` নিজেকে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজ, প্রযোজকদের কাছে তিনি `মোস্ট ওয়ান্টেড`। তিনি ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সমালোচকদের এক হাত নিয়ে এক সংবাদমাধ্যমকে জানান সিনেমায় তিনি দৃষ্টি নন্দনের উপকরণ নন।