compulsory waiting - Latest News on compulsory waiting| Breaking News in Bengali on 24ghanta.com
আবার কম্পালসরি ওয়েটিংয়ে সরকারি আমলা

আবার কম্পালসরি ওয়েটিংয়ে সরকারি আমলা

Last Updated: Thursday, February 14, 2013, 13:24

ফের তোপের মুখে এক সরকারি আধিকারিক। এবার কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল যুবকল্যাণ দফতরের যুগ্মসচিবকে। গ্রুপ ডি পদে ৫৫ জনের নিয়োগে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি। যুবকল্যাণ দফতরের যুগ্মসচিব কাঞ্চন দাসের অভিযোগ ছিল এই নিয়োগের ক্ষেত্রে অর্থ দফতরের প্রয়োজনীয় অনুমোদন ছিল না। যদিও সরকারের দাবি, মন্ত্রিসভার সুপারিশ মেনেই হয়েছিল এই নিয়োগ।