Last Updated: Monday, July 1, 2013, 10:08
দেশের মাটিতে কনফেড কাপ জয়েও বিক্ষোভ চাপা পড়ল না ব্রাজিলে। ফাইনাল ম্যাচ চলাকালীনও রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামের বাইরে চলল বিক্ষোভ প্রদর্শন। পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ব্রাজিলের কাপ জয়ের আনন্দে স্টেডিয়ামের ভিতরে আতসবাজি পুড়লেও, ওই একই সময়ে স্টেডিয়ামের বাইরে চলল টিয়ার গ্যাস, রবার বুলেট।