Last Updated: July 1, 2013 10:08

দেশের মাটিতে কনফেড কাপ জয়েও বিক্ষোভ চাপা পড়ল না ব্রাজিলে। ফাইনাল ম্যাচ চলাকালীনও রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামের বাইরে চলল বিক্ষোভ প্রদর্শন। পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ব্রাজিলের কাপ জয়ের আনন্দে স্টেডিয়ামের ভিতরে আতসবাজি পুড়লেও, ওই একই সময়ে স্টেডিয়ামের বাইরে চলল টিয়ার গ্যাস, রবার বুলেট।
কনফেডারেশন কাপের ফাইনালে একদিকে যখন মারাকানা স্টেডিয়ামে সাম্বা ঝড় বইছে...
তখন স্টেডিয়ামের বাইরে আছড়ে পড়ছিল বিক্ষোভের ঝড়।
পুলিস-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম সংলগ্ন অঞ্চল।
মিছিল করে স্টেডিয়ামের উদ্দেশে হাঁটা শুরু করেছিলেন আন্দোলনকারীরা। বাধা দেয় পুলিস। উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করতে চলে দেদার টিয়ার গ্যাস।
ক্ষিপ্ত বিক্ষোভকারীরাও পাল্টা ইঁট-পাথর ছুঁড়তে শুরু করায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে।
এবার কনফেডারেশন কাপের শুরু থেকেই বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকান এই দেশ।
শুরুটা হয়েছিল পরিবহণ ভাড়া বৃদ্ধি নিয়ে। ক্রমে শিক্ষা, স্বাস্থ্য সহ সরকারি বিভিন্ন ক্ষেত্রে লাগামহীন দুর্নীতি, বাড়তে থাকা অপরাধের মতো ইস্যু যুক্ত হয়।
কনফেডারেশন কাপ এবং আগামী বছর ফুটবল বিশ্বকাপের আয়োজনে যেভাবে জলের মতো টাকা খরচ হচ্ছে তাতে ক্ষুব্ধ ব্রাজিলের আমজনতার একটি বড় অংশ। তারই প্রতিফলন ঘটছে বারবার।
ঘরের মাঠে ব্রাজিল কনফেড কাপ জিতলেও, সেই আনন্দ অনেকটাই ম্লান এই বিক্ষোভের আঁচে।
জয়ের মধ্যেই কোথাও যেন লুকিয়ে হারের ছবিও....
First Published: Monday, July 1, 2013, 10:08