Last Updated: Friday, September 6, 2013, 12:35
দুই বোন। পিঠোপিঠি। না শুধু কথার কথা না। এক্কেবারে পিঠোপিঠিই। কারণ দুজনের একটাই মেরুদণ্ড। শরীরের নীচের অংশ পুরোপুরি জোড়া। সেই দুই শিশুকেই অস্ত্রোপচার করে আলাদা করলেন দিল্লির চিকিত্সকরা। নতুন জীবন পেল নাইজেরিয়ার হুসেইনা আর হাসানা।