constitution of idia - Latest News on constitution of idia| Breaking News in Bengali on 24ghanta.com
গান্ধীজীর `জাতির জনক` উপাধি অসাংবিধানিক: স্বরাষ্ট্রমন্ত্রক

গান্ধীজীর `জাতির জনক` উপাধি অসাংবিধানিক: স্বরাষ্ট্রমন্ত্রক

Last Updated: Friday, October 26, 2012, 10:03

মহাত্মা গান্ধী মোটেও ভারতের `জাতির জনক` নন! ভারত সরকারের পক্ষ থেকে কোনদিনই তাঁকে এই উপাধি দেওয়াও হয়নি! এতদিনকার পুরনো বিশ্বাস তৈরি হয়েছিল একটা ভুল ধারণার বশবর্তী হয়ে! এরকমই জানা গেল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে। প্রকৃতপক্ষে, এ দেশের সংবিধানের ১৮ নম্বর ধারা অনুযায়ী প্রতিরক্ষা আর শিক্ষা ক্ষেত্র ছাড়া কোনও ব্যক্তি বা কোনও সংস্থাকে সরকার কোনও উপাধি দিতে পারেনা। অতএব সরকারি ভাবে মোহনচাঁদ করমদাস গান্ধীর `জাতির জনক` হওয়াতেও সম্মতি জানায় না সংবিধান।