Last Updated: Monday, February 27, 2012, 16:36
প্রবল বিতর্কের মুখে পড়েও নিজের অবস্থানে অনড় রইলেন অরবিন্দ কেজরিওয়াল। এমনকী নির্বাচিত আইনসভা-নির্ভর গণতান্ত্রিক ব্যবস্থার `অসারতা`র তত্ত্ব মজবুত করতে কর্নাটক বিধানসভায় তিন বিজেপি মন্ত্রীর মোবাইলে `ব্লু ফিল্ম` দেখার প্রসঙ্গও টেনে এনেছেন টিম আন্নার এই গুরুত্বপূর্ণ সদস্য।