Last Updated: Monday, December 10, 2012, 22:09
ধর্মঘটের অধিকার রক্ষায় রাজ্য সরকারের নির্দেশের বিরুদ্ধে মামলা করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যালে এই মামলা দায়ের করা হয়েছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারি কর্মীদের ধর্মঘটের অধিকার নেই বলে দাবি করেন শ্রমমন্ত্রী। গত আঠাশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের আগে এক নির্দেশ জারি করেন সুখ্যসচিব। নির্দেশে বলা হয়, ওই দিন কাজে না এলে বেতন কাটা যাবে এবং চাকরির মেয়াদে ছেদ ঘটবে। মুখ্যসচিবের জারি করা নির্দেশের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে কোঅর্ডিনেশনের তরফে।