Last Updated: February 20, 2014 23:14

বকেয়া ডিএ মেটানোর দাবিতে, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। আজ কো-অর্ডিনেশন কমিটির এক প্রতিনিধিদল নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।
ওই স্মারকলিপিতে বিয়াল্লিশ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে মেটানোর দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, চলতি বছরেই রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবি জানিয়েছে তারা। কো-অর্ডিনেশন কমিটির বক্তব্য, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন চালুর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এরাজ্যে এখনও পঞ্চম বেতন কমিশনই চলছে। তাই অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার নবান্নায় গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসে কো-অর্ডিনেশন কমিটির একটি দল।
First Published: Thursday, February 20, 2014, 23:14