Last Updated: Wednesday, July 25, 2012, 14:53
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হুগলির এক সিপিআইএম নেতা। নিহত নেতার নাম মুক্তারাম মাঝি। তিনি খানাকুলের কিশোরপুর অঞ্চলের ঘাসুয়া গ্রামের বাসিন্দা। মুক্তারামবাবু দীর্ঘ ১৩ মাস ঘরছাড়া ছিলেন।