Last Updated: July 25, 2012 14:53

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হুগলির এক সিপিআইএম নেতা। নিহত নেতার নাম মুক্তারাম মাঝি। তিনি খানাকুলের কিশোরপুর অঞ্চলের ঘাসুয়া গ্রামের বাসিন্দা।
মুক্তারামবাবু দীর্ঘ ১৩ মাস ঘরছাড়া ছিলেন। রবিবার বাড়ি ফিরলে তাঁকে তৃণমূলের লোকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ, রবিবার রাতভর মুক্তারামবাবুকে বেধড়ক মারধর করা হয়। সোমবার সকালে খানাকুল থানার পুলিসের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ মারা যান তিনি।
First Published: Wednesday, July 25, 2012, 14:53