Last Updated: Monday, October 29, 2012, 21:57
হলদিয়ায় সিঙ্গুরের ছায়া দেখছে কংগ্রেস। রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছে সিপিআইএম। হলদিয়ায় রাজ্য সরকারের ভূমিকাকে কালীদাসের নির্বুদ্ধিতার সঙ্গে তুলনা করেছে বিজেপি। বন্দর শহরে দুষ্কৃতীরাজের বিরুদ্ধে একযোগে সরব হল রাজ্যের বিরোধী দলগুলি। তাদের আশঙ্কা, বন্দরের হাল ফেরাতে অবিলম্বে সরকার হস্তক্ষেপ না করলে, আগামিদিনে রাজ্যের শিল্প ভাবমূর্তি বড়সড় ধাক্কা খাবে।