Last Updated: Tuesday, September 18, 2012, 12:24
এমনিতেই মহার্ঘ ডিজেল। আর সেই দাম আরও খানিকটা হলেও বেশি এরাজ্যের বাসিন্দাদের জন্য। কারণ বিক্রয় কর সহ ডিজেলের দামের একটা অংশ চলে যাচ্ছে রাজ্য সরকারের কোষাগারে। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের সেই লাভের অঙ্কটা অন্যান্য রাজ্যের তুলনায় খানিকটা হলেও বেশি। মূল্যবৃদ্ধির বাজারে সেই বাড়তি করের বোঝা সরাসরি গিয়ে চাপছে এরাজ্যের বাসিন্দাদের ওপর।