Last Updated: Saturday, April 14, 2012, 21:41
মৌজার অন্তর্ভুক্তি নিয়ে ফের মুখোমুখি সমরে মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদ। ওই দাবিতে মোর্চার ডাকা তরাই-ডুয়ার্স বনধের বিরোধিতা করে পালটা হুমকি দিল বিকাশ পরিষদ। বন্ধ চলাকালে অপ্রীতিকর ঘটনা ঘটলে, তার দায় মোর্চা ও প্রশাসনকে নিতে হবে বলে শনিবার সাফ জানিয়ে দিয়েছে তারা।