dream project - Latest News on dream project| Breaking News in Bengali on 24ghanta.com
ফিরছেন পরিচালক আমির

ফিরছেন পরিচালক আমির

Last Updated: Saturday, November 24, 2012, 19:35

সাফল্যের শিখরে থাকলে আর পাঁচজন মানুষ কী করে? কেউ সাফল্যটা উপভোগ করে, কেউ আবার সেই সফলতাটা ধরে রাখার জন্য পরিশ্রম করে। আমির খান অবশ্য এসবের বাইরে একটা কাজ করছেন। সাফল্যের শিখরে থেকে নিজের `ড্রিম প্রজেক্ট`কে দিনের আলো দেখাতে চান। আসলে পরিচালক হিসাবে নিজের প্রথম সিনেমা `তারে জমিন পর`-এ সবাইকে তাক লাগ দেওয়ার পর আবার পরিচালনায় ফিরতে চলেছেন আমির খান।