Last Updated: November 24, 2012 19:35

সাফল্যের শিখরে থাকলে আর পাঁচজন মানুষ কী করে? কেউ সাফল্যটা উপভোগ করে, কেউ আবার সেই সফলতাটা ধরে রাখার জন্য পরিশ্রম করে। আমির খান অবশ্য এসবের বাইরে একটা কাজ করছেন। সাফল্যের শিখরে থেকে নিজের `ড্রিম প্রজেক্ট`কে দিনের আলো দেখাতে চান। আসলে পরিচালক হিসাবে নিজের প্রথম সিনেমা `তারে জমিন পর`-এ সবাইকে তাক লাগ দেওয়ার পর আবার পরিচালনায় ফিরতে চলেছেন আমির খান। 'তালাস' মুক্তির দিন সাতেক আগে আমির নিজেই কিছুটা ঘুরিয়ে জানিয়েছেন পরিচালক হিসাবে তাঁর প্রত্যাবর্তনের কথা।
তবে কোন সিনেমা, গল্পের লেখকই বা কে, কিংবা কবে থেকে কাজ শুরু করবেন তা এখনও বলেননি। শুধু বলেছেন, "যদিও আমি ধুম থ্রি, সত্যমেব জয়তে, আর রাজকুমার হিরানির ছবি `পিকাও` নিয়ে ব্যস্ত। তবু এর মাঝে আমার `ড্রিম প্রজেক্ট` নিয়ে অনেকটা এগিয়েছে। আর হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না আমার `ড্রিম` ছবির পরিচালক আমি ছাড়া আর কেউ হতে পারে না।"এরপরই আমিরকে প্রশ্ন করা হয় সেই সিনেমার প্রযোজক, কাজ করে থেকে শুরু হবে এসব নিয়ে। হাসি মুখে বলিউডের গ্রেট খানের জবাব, `সেটা আপনারা তালাস করুন`!
First Published: Saturday, November 24, 2012, 20:19