Last Updated: Thursday, February 7, 2013, 23:01
প্রেমে পড়েছেন বেশ কয়েকদিন হয়ে গেল। দিন, মাস, বছর ছাপিয়ে আপনাদের সম্পর্কটা এখন সাবালক। এখন আর আপনি সম্পর্কটা নিয়ে সেভাবে ভাবেন না। বুঝতে
পারছেন আপনার সম্পর্কের বাকি সব কিছু নিয়ম মত হয়ে যাবে। আর কটা দিন/মাস পরেই আপনারা বিয়ে করে ফেলবেন। তারপর অফিসে ছুটি পেলে হনিমুন, এরপর
নিয়ম মতোই আগামি প্রজন্মকে পৃথিবীর মাটিতে আনার দায়িত্ব, এইসব আর কী।
কিন্তু প্রেমের এই স্থিতিশীল অবস্থাটায় কঠিন হয়ে পড়ে হৃদয়ের সেই আলাদা আনান্দের অনুভুতিটা ফিরে পাওয়া। এই অনুভুতিটার তাড়নাতেই তো ভালবেসে ছিলেন। কোনও জিনিসকে পেয়ে যাওয়ার পর সেটাকে ধরে রাখার থেকেও তার অনুভুতিটা একই রকম রেখে দেওয়াটাই আসল। এর জন্যই থাকল আমাদের টিপস--