Last Updated: Thursday, August 23, 2012, 23:25
সম্প্রতি আম্বানিদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ফ্যাশন শো। ডিজাইনারদ্বয় আবু জানি আর সন্দীপ খোসলা ২৫ বছর ফ্যাশন জগতকে একের পর এক অনবদ্য উপহার দিয়েছেন। আর সেই উপলক্ষেই ছিল এই পার্টি। বলিউডের প্রচুর তারকার ভিড় থাকলেও সবার চোখের মণি হয়ে ছিলেন সারা আলি খান। বলিউডের তারকাদের ভিড়েও চোখে পড়েছে নবাব সইফ আলি খান আর তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এর কন্যা সারা।