Last Updated: Friday, August 3, 2012, 17:02
অলিম্পিকে এবার তৈরি হচ্ছে বিশেষ আদালত। উপলক্ষ্যে পরিকাঠামোর পাশাপাশিই তৈরি হয়েছে বিশেষ আদালতও। অলিম্পিক চলাকালীন অপরাধের মামলার দ্রুত নিষ্পত্তিতেই বিশেষ ফাস্টট্র্যাক কোর্ট তৈরি করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। ২৪ ঘণ্টাই শুনানির সুবিধে থাকা ওই আদালতে প্রয়োজনে কাজ হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।