Last Updated: Thursday, August 16, 2012, 23:15
বৃহস্পতিবার রাজধানী মজেছিল অলিম্পিকে পদকজয়ী ছয় ভারতীয়কে নিয়ে। ৬ পদকজয়ী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সংবর্ধিত করেন নয়াদিল্লির ন্যাশানাল স্টেডিয়ামে। পদকজয়ীদের দেওয়া হয় আর্থিক পুরস্কারও। সেখান থেকে মেরি কম, গগন নারাং,সুশীল কুমাররা পৌঁছে যান ইন্ডিয়া গেটের সামনে।