Last Updated: Friday, April 6, 2012, 11:31
বিগত দু`বছরে দেশের জন্মহার সামান্য নিয়ন্ত্রিত হয়েছে। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের তথ্য অন্তত সেই কথাই বলছে। ২০০৯-এর পর ২০১০ সালে দেশের জন্মহার ২.৬ থেকে নেমে দাঁড়িয়েছে ২.৫। রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে জন্মহার সবচেয়ে কম। আর জন্মহার বৃদ্ধির নিরিখে সবথেকে এগিয়ে বিহার।