Last Updated: Wednesday, June 13, 2012, 09:13
কংগ্রেস এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দশ জনপথ সূত্রের খবর, প্রণব মুখোপাধ্যায়কেই প্রার্থী করতে পারেন সোনিয়া গান্ধী। প্রণববাবুর নাম নিয়ে জল্পনা মাথাচাড়া দেওয়ার পর সমর্থনের সমীকরণও অনেকটাই পাল্টে গেছে। দিল্লির রাজনীতির অঙ্ক বলছে, প্রণববাবুর নামে আপত্তি না-ও তুলতে পারে তৃণমূল।