Last Updated: Sunday, February 5, 2012, 10:53
এস স্পেকট্রাম দুর্নীতির তদন্তে গঠিত ভারতীয় গবেষণা সংস্থা ইসরো-র কমিটির রিপোর্টেও দোষী সাব্যস্ত প্রাক্তন ইসরো চেয়ারম্যান জি মাধবন নায়ার-সহ ৪ মহাকাশ বিজ্ঞানী। প্রাক্তন চিফ ভিজিলেন্স কমিশনার (সিভিসি) প্রত্যুষ সিন্হার নেতৃত্বে গঠিত ইসরো কমিটি শনিবার রাতে তাদের রিপোর্টে জানিয়েছে, ২০০৫-এ `অন্তরীক্ষ-দেভাস` চুক্তিতে স্বচ্ছতার অভাব ছিল।