Last Updated: Tuesday, January 10, 2012, 10:49
দু` থেকে তিন হাজার টাকা খরচ করে সারিয়ে তোলা যেত বাস। তা না করে রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থাগুলিকে ক্রমশঃ রুগ্ন করে তুলছে পরিবহণ নিগম। অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগে নতুন মাত্রা। সাগরমেলার জন্য নিজেরা বাসের যোগান দিতে না পেরে এবার বেসরকারি বাস হুকুম-দখলের পথে হাঁটল নিগম। এতে ব্যাপক লোকসানের আশঙ্কা থাকলেও সরকারি নির্দেশের ঢেঁকি গিলতে বাধ্য হচ্ছেন বাস মালিকরা।