Last Updated: Sunday, April 29, 2012, 22:01
ডুয়ার্সের জঙ্গলে কাঠচোর ও বনকর্মীদের গুলির লড়াইতে মৃত্যু হল এক কাঠচোরের। আহত হয়েছে আরও এক কাঠচোর। রবিবার দুপুরে খুট্টিমারির জঙ্গলে কাঠচোরদের ধরে ফেলেন বনকর্মীরা। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় কাঠচোররা। পাল্টা গুলি চালান বনকর্মীরাও। দুপক্ষের গুলি বিনিময়ে এক কাঠচোরের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত এক কাঠচোরকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।