Last Updated: Tuesday, February 12, 2013, 14:40
গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজের ছাত্র নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত এলাকা।
এলাকাবাসীর অভিযোগ কয়েকদিন ধরে কলেজ চত্বরেই বোম এবং আগ্নেয়াস্ত্র মজুত করছে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের লোকজন।
মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ায় অভিযোগ তুলে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয় এসএফআই।
মঙ্গলবার নির্বাচনের মনোয়নপত্র জমা তোলার শেষদিন ছিল।
মঙ্গলবার ভোররাতে কলেজের সামনে একটি ক্লাব ঘর দখল করে বোমা বানাচ্ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে তথা টিএমিসিপির নেতা অভিজিৎ শীল।
এই সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন অভিজিৎ সহ আরও একজন তৃণমূল কর্মী।