Last Updated: Thursday, January 10, 2013, 23:11
হ্যাটট্রিক করে ব্যালড ডি অর না পাওয়ার হতাশা ভুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।আটচল্লিশ ঘণ্টা আগে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে মেসির কাছে হারতে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। তবু হতদ্যম না হয়ে সেল্টা ভিগোর বিরুদ্ধে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেন রোনাল্ডো।এই হ্যাটট্রিক রিয়ালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সপ্তম স্থানে পৌঁছে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই তারকাকে।