Last Updated: September 3, 2012 09:02

ম্যাচের ৮৬ মিনিট অবধি ১-২ গোলে পিছিয়ে থেকেও সাউদমাপটনের বিরুদ্ধে ইপিএলে নাটকীয় জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। সৌজন্যে রবিন ভান পার্সির দুরন্ত হ্যাটট্রিক। আর্সেনালের এই ডাচ স্ট্রাইকারকে অনেক টাকা খরচ করে দলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। আর মরশুমের শুরুতেই দলকে দারুণ জয় এনে দিলেন ভান পার্সি।
অবশ্য ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি নষ্ট করেন ভান পার্সি। তবে ম্যাচের শেষ পাঁচ মিনিটে নাটকীয় কায়দায় দুটি গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন ভান পার্সি। ম্যাচের ২৩ মিনিট এই ডাচ স্ট্রাইকারই গোলে সমতায় ফেরে ম্যান ইউ। অন্যদিকে ইপিএলে চেলসি টানা তিন ম্যাচে জিতল। রবিবার রাতে চেলসি ৪-২ গোলে হারাল রিডিংকে।
First Published: Monday, September 3, 2012, 09:02