Last Updated: Saturday, December 8, 2012, 14:04
অনার কিলিংয়ের ঘটনায় আজও থমথমে নাদিয়াল। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত এলাকাবাসী। অভিযুক্ত মেহতাব আলমকে আলিপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়নাতদন্ত হয়েছে মৃতদেহের। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তলোয়ারটি। শুক্রবার নাদিয়াল থানা এলাকায় এই ভয়াবহ ঘটনার রেশ আজও রয়ে গিয়েছে। মোবাইল ফোনে তোলা সেই ছবি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাতেও।