Last Updated: Tuesday, February 26, 2013, 13:30
মিশরে যাত্রীবাহী ফানুসে বিস্ফোরণের ফলে আগুন লেগে অন্তত্য পক্ষে ১৯জন বিদেশী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মিশরে এক নিরাপত্তা আধিকারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার আগুন লাগার পর ফানুসটি কায়রো থকে ৫১০ কিলোমিটার দক্ষিণে প্রাচীন শহর লুক্সোরে একটি আখের খেতে ভেঙে পড়ে।