মিশরে যাত্রীবাহী ফানুস ভেঙে মৃত ১৯

মিশরে যাত্রীবাহী ফানুস ভেঙে মৃত ১৯

মিশরে যাত্রীবাহী ফানুস ভেঙে মৃত ১৯মিশরে যাত্রীবাহী ফানুসে বিস্ফোরণের ফলে আগুন লেগে অন্তত্য পক্ষে ১৯জন বিদেশী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মিশরে এক নিরাপত্তা আধিকারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার আগুন লাগার পর ফানুসটি কায়রো থকে ৫১০ কিলোমিটার দক্ষিণে প্রাচীন শহর লুক্সোরে একটি আখের খেতে ভেঙে পড়ে।

সূত্রের খবর মৃতদের মধ্যে ব্রিটিশ, ফরাসী সহ আরও বিভিন্ন দেশের বাসিন্দারা রয়েছেন। তবে মিশরের সরকারি তরফে এই দূর্ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত চরম গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে।





First Published: Tuesday, February 26, 2013, 13:30


comments powered by Disqus