Last Updated: Sunday, March 30, 2014, 14:34
তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌছে গেছে। এই গরম থেকে বাঁচতে কলকাতা পুলিস কমিশনারের নতুন দাওয়াই। ট্র্যাফিক পুলিসদের নেক কুলার স্কার্ফ পড়ার পরামর্শ দিলেন পুলিস কমিশনার সুরজিত কর পুরকায়স্থ। সেইসঙ্গে সব থানায় থাকবে ওয়াটার কুলার।