Last Updated: Saturday, February 23, 2013, 09:19
অবশেষে আটচল্লিশ ঘণ্টা পর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণ কিছু সূত্র হাতে এল গোয়েন্দাদের। দিলসুখনগর ফুটব্রিজের কাছ থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছেন গোয়েন্দারা। ফুটেজের ছবি স্পষ্ট না হলেও, কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা গেছে বলে খবর। গত বছরের পুণে ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে হায়দরাবাদের ঘটনার মিল পেয়েছেন গোয়েন্দারা।